ত্বক কোথায় পাতলা, কোথায় পুরু

 পাঠ্যাংশের চুম্বক ঃ আমাদের শরীরের সব জায়গায় বাইরের থেকে শিরা দেখা যায় না।
 আমাদের চামড়া যেখানে পাতলা সেখানে শিরা দেখা যায় আর যেখানে মােটা সেখানে দেখা যায় না। আবার, আমাদের শরীরে যেখানে বেশি ঘষাঘষি হয় সেখানের চামড়া মােটা, যেমন হাতের চেটো। পায়ের তলার চামড়া  আরও পুরু, গােড়ালির চামড়া | শরীরের সবচেয়ে মােটা। গােড়ালিতে বেশি ঘষাঘষি হয়। কারণ, শরীরের সব ভার গােড়ালির ওপর পড়ে।

চামড়া পুরু ও পাতলা মাপার পদ্ধতিটা হল ঃ তােমরা নিজের চামড়া টেনে ধরবে আর বন্ধুরা স্কেল দিয়ে তাকে দু-ভাগ করলেই চামড়া কতটা পুরু তা বােঝা যাবে।

Post a Comment

0 Comments