শকুনের সংখ্যা হঠাৎ খুব কমে যাওয়ার কারণ কী?

উত্তর : শকুন মৃত জন্তুর মাংস খেয়ে পরিবেশকে দূষণ মুক্ত করত। কিন্তু বর্তমানে পশুদেরও বিশেষ করে গােরুকে কীটনাশক দেওয়া ঘাসপাতা, খড় খাওয়ানাে হয়। তাই তাদের মাংসেও বিষ থেকে যায়। আর সেই বিষাক্ত মাংস খেয়ে শকুন মারা গিয়ে সংখ্যায় কমে যাচ্ছে।

Post a Comment

0 Comments