উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর আমার সােনার বাংলা, আমি তােমায় ভালােবাসি' গানটি লিখেছিলেন ১৯০৫ সালে। সেই সময় ভারতের গভর্নর-জেনারেল ছিলেন লর্ড কার্জন। তিনি মনে করলেন, ভারতের স্বাধীনতা আন্দে"".. হলে বাংলাকে ভাগ করতে হবে। তখন নাম ছিল বঙ্গদেশ, এই বঙ্গদেশকে দ-ভাগে ভাগ করা হলে পাশ্চমঅংশের। নাম হয় পশ্চিমবঙ্গ, যা এখন ভারতের একটি অঙ্গরাজ্য। আর পবঅংশের নাম হয় পূর্ববঙ্গ। এই পূর্ববঙ্গাহ পরে পূর্ব । পাকিস্তান, আর এখন বাংলাদেশ রাষ্ট্র হিসেবে পরিচিত।
0 Comments